গত কয়েক শতাব্দীর মধ্যে ২০১৫ সালে ইউরোপ সবচেয়ে মারাত্মক অভিবাসি সংকট মোকাবেলা করেছে। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে আসা এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দারিদ্র পীড়িত প্রয় ১০ লক্ষ মানুষ, যাদের বেশির ভাগই মুসলমান।পশ্চিম ইউরোপীয় দেশগুলোতে এসেছে গত এক বছরে।ধারণা করা হচ্ছে ২০১৬ সালে আরো প্রায় ৩০ লক্ষ অভিবাসি আসবে।এই গণ অভিবাসনের কারনে প্র্শ্ন উঠেছে ইউরোপের ভবিষ্যত নিয়ে।ইউরোপ থেকে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা লুইস রামিরেযের পাঠানো রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।