অ্যাকসেসিবিলিটি লিংক

ইউরোপে শরনার্থীদের আগমন অব্যাহত রয়েছে


Migrants' path through Europe
Migrants' path through Europe

সোমবার ইউরোপে শরনার্থীদের আগমন অব্যাহত থাকে। হাঙ্গারির মধ্য দিয়ে যারা আসছে তাদের যাত্রা গত সপ্তাহের তুলনায় এখন অনেকটা ভাল। গত সপ্তাহে অভিবাসীরা যাতে ইউরোপের পশ্চিমাঞ্চলের বিত্তশীল দেশগুলোতে প্রবেশ করতে না পারে তার জন্য যথাসাধ্য চেষ্টা করছে বলে মনে হয়েছে।

হাঙ্গারিয়ানরা এখন বুডাপেস্টের কেলেটি ট্রেন স্টেশনে শরনার্থীদের জন্য অস্ট্রিয়ায় যাবার ট্রেনগুলোর সময়সূচী জানিয়ে দিচ্ছে। গত সপ্তাহে পুলিশ কেলেটিতে, যে অভিবাসীরা অস্ট্রিয়ায় যেতে চাইছিলেন তাদের উপরে কাদানে গ্যাস ব্যবহার করে।

এক প্রত্যক্ষদর্শী বলেন অস্ট্রিয়ায় যে ট্রেনগুলো যাচ্ছে সেগুলো অভিবাসী দিয়ে ভর্তী।

XS
SM
MD
LG