জার্মানি- অষ্ট্রিয়া সীমান্তে অভিবাসীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে। অভিবাসী প্রশ্নে আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসেছেন। বলা হচ্ছে গত ২৫ বছরের মধ্যে অভিবাসন সংকট এতটা তীব্র কখনো হয়নি। বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক এবং বর্তমানে শ্রীলংকায় কর্মরত রিজিওনাল সেন্টার ফর ষ্ট্র্যাটেজিক স্টাডিজ ,সি-এফ-এস-এস-এর নির্বাহী পরিচালক প্রফেসার ইমতিয়াজ আহমেদের সঙ্গে ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন STUDIO থেকে কথা বলেছেন সরকার কবীরউদ্দিন: