অ্যাকসেসিবিলিটি লিংক

য়ুরোপিয় য়ুনিয়ন স্থির করেছে,প্রত্যেক অভিবাসিকেই আশ্রয় প্রার্থনার দরখাস্ত করবার সুযোগ দেওয়া হবে


য়ুরোপিয় য়ুনিয়ন চমকে দেওয়ার মতো একটা ঘোষনা দিয়ে বলেছে- গ্রীসের দ্বীপগুলো থেকে অভিবাসিদের নিয়মমাফিকভাবেই ধরে তুরস্ক পাঠিয়ে দেওয়া হবে তা কিন্তু নয়- য়ুরোপিয় য়ুনিয়ন স্থির করেছে, সোমবার যেমনটি করা হয় সেভাবে নীতি বাস্তবায়নের প্রথম পর্বের মতো পদক্ষেপ নেবার আগে প্রত্যেক অভিবাসিকেই আশ্রয় প্রার্থনার দরখাস্ত করবার সুযোগ দেওয়া হবে।বলেছেন- য়ুরোপিয় য়ুনিয়নের এ্যাসাইলাম এজেন্সীর মূখপাত্র যাঁ পিয়ের শেমব্রী।মানবাধিকার প্রবক্তাদের চাপে নতি স্বীকার করেই এটা এখন করা হলো বলে ধারণা করা হচ্ছে। তুরস্কের ক্যাম্পগুলোয় আশ্রয় নিয়ে রয়েছেন যেসব সিরিয় নাগরীক তাঁদেরই বদলা হিসেবে, অবৈধভাবে গ্রীসের লেসবস দ্বীপে গিয়ে হাজির দু’ শয়েরও বেশি শরনার্থীকে সোমবার তুরস্ক পাঠানো হয়। আরো প্রায় শ’ দূ’ই লোককে শুক্রবার এভাবেই বিনিময় করা হবে বলে স্থির থাকলেও য়ূরোপিয় যূনিয়ন কতৃপক্ষ এখন বলছেন- জোর করে ফেরত পাঠানোর আগে প্রত্যেক অভিবাসিকেই এ্যাসাইলামের আওতায় আশ্রয় প্রার্থনার দরখাস্ত করার সুযোগ দেওয়া হবে।

XS
SM
MD
LG