অ্যাকসেসিবিলিটি লিংক

মিয়ানমারে অস্ত্র রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব পাস


ইউরোপীয় ইউনিয়ন মিয়ানমারে অস্ত্র রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করেছে। ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে প্রস্তাবটি বিপুল সংখ্যক ভোটে পাস হওয়ার পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্ব ও বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করা এবং নির্যাতন বন্ধে মিয়ানমারের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইইউ।

ইউরোপীয় পার্লামেন্টে বৃহস্পতিবারের অধিবেশনে রোহিঙ্গা ইস্যুর ওপর এক আলোচনায় অন্তত ১২ জন পার্লামেন্ট সদস্য বক্তব্য দেন যখন তাঁরা রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমার সেনাবাহিনীর সম্পৃক্ততা এবং রাখাইনে ৬ লাখ রোহিঙ্গা গণহত্যার শঙ্কায় রয়েছেন বলে জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রতিবেদনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মিয়ানমার সরকারের তীব্র নিন্দা জানান। পার্লামেন্ট সদস্যরা রোহিঙ্গাদের নাগরিকত্ব, বাড়িঘর পুনর্নির্মাণ, ভূমি অধিকার ফিরিয়ে দেয়া জরুরি বলে উল্লেখ করে আশা প্রকাশ করেছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজ দেশের নাগরিকদের অধিকার নিশ্চিত করবে মিয়ানমার।

ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:49 0:00


XS
SM
MD
LG