অ্যাকসেসিবিলিটি লিংক

সুয়েজ খালের কন্টেইনার বিভ্রাট, এখনো কাটেনি 


মিশরের সুয়েজ খাল কর্তৃপক্ষ খালে আটক পড়া জাহাজ, 'এভারগ্রীন'কে পুনরায় ভাসমান করতে আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছেনI এরই মধ্যে বাধাপ্রাপ্ত হয়েছে, শতাধিক বাণিজ্যিক জাহাজের চলাচল, সৃষ্টি হয়েছে ব্যাপক যানজটেরI

বর্তমানে ৩২১টি জাহাজ এখনো যানজট খোলার অপেক্ষায় রয়েছেI কর্তৃপক্ষ ইতিমধ্যেই জাহাজটি হালকা করার জন্য, জাহাজ থেকে ৯০০০ টন পানি সরিয়ে নিয়েছেনI জাহাজটি চলাচলে সক্ষম করতে জাহাজ কর্তৃপক্ষ, ২০,০০০ কন্টেইনার নামিয়ে নেবার কথা ভাবছেনI জাহাজটি খাল অতিক্রম করার সময় দমকা হাওয়া জাহাজের উপরিভাগের কনটেইনারে আঘাত করলে, জাহাজটি ভারসাম্য হারিয়ে পাড়ে এসে ধাক্কা দেয়I জাহাজটিকে ঘোরানো সম্ভব হয় নি, কারণ এর দৈর্ঘ, খালের ব্যাসের চাইতে বেশিI

'এভারগ্রীন' কন্টেইনার জাহাজটি জাপানি সংস্থা কর্তৃক পরিচালিত, তাইওয়ানের মালিকানাধীন একটি বাণিজ্যিক জাহাজI

XS
SM
MD
LG