অ্যাকসেসিবিলিটি লিংক

কাবুল বিমানবন্দরে অগণিত মানুষের ভীড়, ব্যাপক বিশৃঙ্খলা


কাবুল বিমান বন্দরের টারমাকে জনতার ভীড়, ১৬ই অগাস্ট, ২০২১ -এএফপি
কাবুল বিমান বন্দরের টারমাকে জনতার ভীড়, ১৬ই অগাস্ট, ২০২১ -এএফপি


তালিবান যোদ্ধারা কাবুলের বিভিন্ন এলাকায় অবস্থান নেয়ার একদিন পর, আফগানিস্তানের আন্তর্জাতিক বিমান বন্দরে এক উন্মত্ত পরিস্থিতি বিরাজ করে, হাজার হাজার আফগান জনগণকে কোনোভাবে দেশ ছাড়তে মরিয়া হয়ে উঠতে দেখা যায় এবং এলাকাকে নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র সেনারা হুশিঁয়ারিমূলক গুলি ছুড়তে বাধ্য হনI পশ্চিমি দেশগুলি তাদের জনগণ এবং যারা ২০ বছর ধরে তাদের সাহায্য-সহায়তা করেছেন, তাদের উদ্ধারে তৎপর হয়ে ওঠেনI

আফগানিস্তানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ঘোষণা করে যে, সামাজিক মাধ্যমের ভিডিওতে লোকজনদের বিমানবন্দরের টারমাকে ছোটাছুটি এবং বিমানে উঠতে সিঁড়িতে বাধার সৃষ্টি করাতে, বিমান বন্দরের জনতার জন্য রাখা অংশটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হবেI

ব্রিটিশ এয়ারওয়েস, ভার্জিন আটলান্টিক এবং লুফৎহান্সা বিমান সংস্থা জানিয়েছে যে, তারা আফগান আকাশসীমায় বিমান উড়ান বন্ধ রাখবে, অন্যদিকে এমিরেটস ও পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স কাবুলে উড়ান বলবত রাখার কথা জানায়I

কাবুলের দূতাবাসগুলি থেকে উদ্ধার হওয়ার পর, বহু কূটনীতিককে ফ্লাইট ধরার জন্য বিমান বন্দরে দেখা যায়I

ইতালি, সৌদি আরব, ফ্রান্স, নিউ জিল্যান্ড, সুইডেন, অস্ট্রেলিয়া ও চেক রিপাবলিক ইতিমধ্যেই তাদের কর্মচারীদের কাবুল থেকে অনত্র সরিয়ে নিয়ে গেছে বা সোমবার আরো ফ্লাইটের ব্যবস্থা করছেI

XS
SM
MD
LG