অ্যাকসেসিবিলিটি লিংক

থাইল্যান্ড : সাবেক প্রধানমন্ত্রী হত্যার দায়ে অভিযুক্ত


থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রি আভিসিত ভেজজিভার বিরুদ্ধে , ২০১০ সালে সামরিক অভিযানের সময়ে দু জন বিক্ষোভকারীকে হত্যার জন্যে অভিযুক্ত করেছে।

কৌঁশুলিরা বলছেন মি আভিসিত নিরাপত্তা বাহিনীকে নিরস্ত্র জনগণের ওপর গুলি চালানোর নির্দেশ দেন , যাদের অধিকাংশই ছিল সেখানকার রেড শার্ট প্রতিবাদকারীরা এবং তার মধ্যে ৯০ জন তখন নিহত হন।

ঐ বিক্ষোভকারীরা প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াতকে সমর্থন করতে ব্যাঙ্ককের কেন্দ্রস্থলে অবস্থান নিয়েছিল । মি শিনাওয়াতকে ২০০৬ সালে এক সামরিক অভূত্থানে ক্ষমতাচ্যুত করা হয়।

মি আভিসিত আদালত কক্ষ ত্যাগ করার আগে , ঘটনার শিকার ব্যক্তিদের পরিবার তাকে ঘাতক বলে চিৎকার করে । অন্যরা আবার তাকে সমর্থন করে বলে যে মি আভিসিতের বিরুদ্ধে এই ব্যবস্থা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

মি আভিসিত বিরোধী ডেমক্র্যাট দলের নেতা। দলটি মি থাকসিনের বোন বর্তমান প্রধানমন্ত্রী ইংলুকের সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে নের্তৃত্ব দিচ্ছেন।
XS
SM
MD
LG