অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়ায় যুক্তরাষ্ট্রের বহিস্কৃত বহু কুটনীতিকদের দূতাবাস ত্যাগ


যুক্তরাষ্ট্রের বহু কুটনীতিক এবং তাঁদের পরিবারের সদস্যরা আজ মস্কোতে, যুক্তরাষ্ট্রের দূতাবাস ত্যাগ করেছেন। ব্রিটেনে সাবেক একজন রুশ গোয়েন্দার উপর বিষ প্রয়োগকে কেন্দ্র করে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কুটনীতিকদের পাল্টাপাল্টি বহিষ্কারের অংশ হিসেবেই এই কুটনীতিকদের ফেরত পাঠানো হচ্ছে। ব্রিটেন ঐ হত্যা প্রচেষ্টার জন্য রাশিয়াকে দায়ি করছে, রাশিয়া এই অভিযোগ অস্বীকার করে আসছে।

মস্কোতে যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রাঙ্গন থেকে তিনটি বাসে করে এই কুটনীতিকদের বিমান বন্দরের দিকে যেতে দেখা যায়। রাশিয়া আজই ঐ কুটনীতিকদের দেশত্যাগের সময় সীমা বেঁধে দিয়েছিল।

৪ঠা মার্চ সার্গেই স্ক্রিপল এবং তাঁর কন্যাকে বিষ প্রয়োগের অভিযোগ উত্থপিত হবার পর থেকে উপর্যুপরি পরস্পরের কুটনীতিকদের বহিস্কারের ঘটনা ঘটছে।

রাশিয়া এবং পশ্চিমি দেশগুলোর মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। শাস্তি স্বরূপ যুক্তরাষ্ট্র , ইউরোপীয় ইউনিয়ন নেটো দেশ এবং অন্যান্য রাষ্ট্র থেকে প্রায় দেড় শ ‘ রুশ কুটনীতিককে বহিস্কার করা হয়েছে । রাশিয়াও সে সব দেশের প্রতি অনুরূপ পাল্টা ব্যবস্থা নিয়েছে।

XS
SM
MD
LG