বেইজিং এ যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে একজন লোক বাড়িতে তৈরি বোমা বহনের সময়ে, বোমাটি বিস্ফোরিত হলে সে আহত হয়।
বেইজিং এর পুলিশ এই বোমাবাজটিকে ২৬ বছর বয়সী একজন তরুণ বলে চিহ্নিত করেছে যে চীনের মঙ্গোলিয়া অঞ্চলে থাকে। ঐ লোকটির হাত বোমায় জখম হয় । পুলিশ বলছে বোমাটি আতশবাজির উপাদানে তৈরি করা হয়েছিল। দূতাবাসের সেই জায়গাতেই এই বিস্ফোরণ ঘটে যেখানে ভিসা আবেদনকারিরা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকেন।
এই বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বেইজিং এ যুক্তরাষ্ট্রের ঐ কুটনৈতিক প্রাঙ্গনের বাইরে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে। ঐ এলাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস ছাড়াও , ইসরাইল ও ভারত সহ অন্যান্য দেশের দূতাবাস ও রয়েছে।
রাষ্ট্র পরিচালিত গ্লোবাল টাইমস সংবাদপত্রটি আজ আরও আগের দিকে জানিয়েছে যে পুলিশ যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে একজন মহিলাকে আটক করেছে যে নিজের শরীরে পেট্রল ঢালছিল , সম্ভবত নিজেকে নিজেই পুড়িয়ে মারতে।