অ্যাকসেসিবিলিটি লিংক

উগ্রবাদ, উৎকন্ঠা ও উত্তরণ : পর্ব:৩৬


সাম্প্রতিক সময়গুলোতে বৈদ্যূতিন প্রযুক্তির প্রভূত উন্নয়নের পাশাপাশি এমন কিছু কিছু জায়গা আছে যে খানে এই বিশাল অগ্রগতি অপব্যবহৃত হচ্ছে । এমনি একটা জায়গা হচ্ছে উগ্রবাদ । উগ্রবাদিরা আধুনিক জ্ঞান বিজ্ঞানকে স্বীকৃতি দিতে চায় না। তাদের সব অনুভূতি বৃত্তাবদ্ধ থাকে শত শত বছর আগে। কিন্তু পরিহাসের বিষয় হচ্ছে যে সেই সমস্ত তত্ব ও তথ্য প্রচার ও প্রসারের মাধ্যম হিসেবে তারা ব্যবহার করে আধুনিক যোগাযোগের মাধ্যমগুলোকেও। কিন্তু বিষয়টি কেবল মাত্র সীমিত নয় বৈদ্যূতিন বিশ্বে , ভিন্ন ভিন্ন মত ও পথের মধ্যকার সশস্ত্র সংঘাতও উৎসাহিত করছে উগ্রবাদকে।

এখন সংঘাত কেবল মাত্র আন্ত-দেশীয় নয় , অন্তর্দেশীয় ও বটে সেই বিষয়টি অত্যন্ত তাৎপর্যপুর্ণ । প্রথাগত যুদ্ধে পক্ষ –বিপক্ষদল চিহ্নিত থাকে , সাধারণত রাষ্ট্রীয় সীমানা বরাবর। কিন্তু এখন যে ধরণের লড়াই চলছে দেশের ভেতরেই গোষ্ঠিতে গোষ্ঠিতে, দলে উপদলে সেই সংঘাতের স্বরূপটাই ভিন্ন ।

please wait

No media source currently available

0:00 0:11:47 0:00

XS
SM
MD
LG