উগ্রবাদ কেবলই বিচ্ছিন্নতা বোধ বা ইংরেজিতে যাকে বলে alienation থেকে এসেছে তা নয় , এর পেছনে রয়েছে এক ধরণের ক্ষমতার লড়াইও । যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই হোক কিংবা বাইরে , আরব বিশ্বে কিংবা পৃথিবীর অন্যান্য উত্তেজনাকর স্থানে উগ্রবাদ আসলে শুরু হয় ক্ষমতার দ্বন্দ্বের কারণে। কোন কোন ব্যক্তিবিশেষ বা গোষ্ঠি তাদের চারপাশের সুযোগকে ব্যবহার করে , অন্য লোকজনের জীবন নিয়ন্ত্রণ করার জন্য এবং তারা এ জন্য সাধারণত দু ধরণের যুক্তি প্রদর্শন করে, একটা হচ্ছে অন্যের ব্যাপারে ভীতি আরেকটা হচ্ছে অন্যের ব্যাপারে ঘৃণা । কাজেই ভয় এবং ঘৃণা হচ্ছে এই অসহিষ্ণুতা , উগ্রবাদ এবং সহিংসতার পেছনের কারণ ।
এই যুক্তরাষ্ট্রে এবং পশ্চিমি বিশ্বে সামাজিক সহিষ্ণুতা সর্বত্র বিরাজমান । বর্ণে,গোত্রে কিংবা ধর্মীয় বিশ্বাসের পার্থক্য সত্বেও মোটা দাগের মানবতা বোধ সর্বত্রই বিরাজমান । কখনো কখনো এর ব্যত্যয় যে ঘটে না তা নয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এখানে আশ্চর্য এক মানবিক মূল্যবোধ কাজ করে। এই যে এখন বড় দিনের সময় , এখানে ধর্ম –বর্ণ নির্বিশেষে সকলেই আনন্দে উদ্বেলিত । আবার আমরা লক্ষ্য করেছি সংখ্যালঘু মুসলমানদের জন্য ঈদের নামাজের সময়ে মসজিদের পার্কিং এ স্থান সংকুলান না হলে খ্রীষ্টানদের গির্জা কিংবা ইহুদিদের সিনাগগ খুলে দেওয়া হয় মুসলমানদের জন্য।