অ্যাকসেসিবিলিটি লিংক

উগ্রবাদ ,উৎকন্ঠা ও উত্তরণ: পর্ব ১১


আফগানিস্তানে মুজাহিদদের মধ্য দিয়েই এই জিহাদি ধারণাটির উৎপত্তি তবে যুক্তরাষ্ট্র ছাড়াও বেশ কিছু দেশ মুজাহিদিনকে সমর্থন ও সহযোগিতা দিয়েছে। ব্রিটিশরা ও মুজাহিদিনকে অর্থ যুগিয়েছিল। যুক্তরাষ্ট্রে যেহেতু অনেক কিছু খোলামেলা আলাপ আলোচনা হয়, যেহেতু জবাবদিহিতা আছে সেহেতু যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার কথা বেশি করে প্রচারিত। যুক্তরাষ্টের বহু সাংবাদিক এবং লেখক এসব নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছেন , কাজেই সামনে চলে এসছে যুক্তরাষ্ট্রের নাম। মুজাহিদিনের সঙ্গে সম্পৃক্ত ছিল সৌদিরা , ছিল পাকিস্তানিরা । ইন্দোনেশিয়া ও সমর্থন দিয়েছিল। এমনকী সেই সময়ে মুজাহিদিনের প্রতি চীনের ও সমর্থন ছিল। কাজেই সেটা আসলে ছিল আফগানস্তানে সোভিয়েট আগ্রাসনের বিরুদ্ধে এবং তাদের সমাজতন্ত্রী ধারণার সম্প্রসারণের বিরুদ্ধে এক ধরণের আন্তর্জাতিক এবং অনেকটাই সম্মিলিত প্রয়াস।

পশ্চিমী দেশের হস্তক্ষেপ যে আফগানিস্তান এবং আরব বিশ্বের কোন কোন দেশে প্রতিকুল প্রভাব বিস্তার করেছে সে সম্পর্কে ও প্রশ্ন উঠছে । এ সব কিছুরই বিশ্লেষণ আনিস আহমেদ উপস্থাপিত এই অনুষ্ঠানে।

please wait

No media source currently available

0:00 0:09:50 0:00


XS
SM
MD
LG