অ্যাকসেসিবিলিটি লিংক

উগ্রবাদ, উৎকন্ঠা ও উত্তরণ: পর্ব ২০


গত সপ্তায় আমরা কথা বলছিলাম লাস ভেগাস হত্যাকান্ড সম্পর্কে এবং বলেছিলাম যে লাস ভেগাস হত্যাযজ্ঞ যদিও এক ভয়াবহ ঘটনা এবং সন্ত্রাস ও সহিংসতার রূঢ় দৃষ্টান্ত , আমরা এটাও বলেছিলাম যে এখন ও যদ্দুর জানা গেছে তাতে এই ঘটনা ঠিক সন্ত্রাসবাদ কিংবা উগ্রবাদ বলে বিবেচিত হয়নি।

উগ্রবাদের পেছনে থাকে এক ধরণের ভ্রান্ত তাত্বিক মতাদর্শ যা এক সময়ে সহিংসতার রূপ ধারণ করে। বস্তুত উগ্রবাদিরা বরাবরই মনে করে যে তাদের মত ও পথই হচ্ছে সর্ব শ্রেষ্ঠ। বিকল্প কিছু মানতে তারা রাজি নয় এবং অন্যদের উপর তাদের মতাদর্শ জোর করে এবং অধিকাংশ ক্ষেত্রেই সন্ত্রাসের মধ্য দিয়ে চাপিয়ে দেয় । এই প্রবণতা মনস্তাত্বিক এবং সাম্প্রতিক সময়ে সেটি রাজনৈতিক হয়ে উঠছে। বিশেষত শীতল যুদ্ধের শেষে , এক-মেরু বিশিষ্ট বিশ্বে বিকল্প কোন আদর্শ না পেয়ে সেই শূন্য স্থানটি ভয়াবহ ভাবে পূরণ করে উগ্রবাদি সন্ত্রাস এবং সেখানে ভুল যৌক্তিকতা প্রদানের জন্য যথেচ্ছারে ধর্ম ব্যবহৃত হয় ।

please wait

No media source currently available

0:00 0:09:07 0:00

XS
SM
MD
LG