অ্যাকসেসিবিলিটি লিংক

উগ্রবাদ উত্তরণ ও উৎকন্ঠা : পর্ব ১৬


বর্তমান বিশ্বে মানবতার প্রতি এই চ্যালেঞ্জ আসছে , বিভিন্ন সুত্র থেকে । কখনো তা ধর্মীয় , কখনো তা জাতিগোষ্ঠিগত, কখনো তা ভৌগলিক। মিয়ান্মারের রাখাইন রাজ্যে রোহিঙ্গার সমস্যাটি একাধারে ধর্মীয় এবং জাতিগোষ্ঠিগত ও বটে। ষাটের দশকে শীতল যুদ্ধের সময়ে পশ্চিমের সঙ্গে কিংবা আরও পরিস্কার করে বলা যেতে পারে ধনতান্ত্রিক বিশ্বের সঙ্গে সমাজতান্ত্রিক বিশ্বের দ্বন্দ্বটা ছিল তাত্বিক । সে্‌ই দ্বন্দ্বে ধর্ম মূখ্য ভূমিকা পালন করেনি এবং তা সহিংস ও ছিল না , যেমনটি সম্প্রতি আমরা লক্ষ্য করছি ।যারা নিজেদের বঞ্চিত বোধ করেছে তারা জঙ্গিবাদের দিকে ঝুঁকেছে কিংবা ঝুঁকছে।ঘটনাচক্রে এরা অনেকেই ধর্মীয় বিশ্বাসে মুসলমান এবং মুসলিম অধ্যূষিত এলাকার লোক ।

please wait

No media source currently available

0:00 0:11:57 0:00

XS
SM
MD
LG