অ্যাকসেসিবিলিটি লিংক

ফেসবুকে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে ভারতে তরুণদের নিয়ে রেজিস্টান্স গ্রুপ গঠিত


৪ জুলাই ১৭ বছর বয়সী এক ছেলের সাম্প্রদায়িক উত্তেজক ফেসবুক পোস্টের ফলে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছিল উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট-বাদুড়িয়া অঞ্চলে। এখন অবস্থা শান্ত, ইন্টারনেট যোগাযোগও ফিরিয়ে দিয়েছে প্রশাসন। তবে এমন যেনো আর না ঘটে সে ব্যাবস্থা নিচ্ছে প্রশাসন।

কিন্তু ফের যাতে এমন কাণ্ড না ঘটে, সে জন্য পুলিশ পাড়ায়-পাড়ায় রেজিস্টান্স গ্রুপ গঠন করেছে স্থানীয় তরুণদের নিয়ে। ওরাই তো ইন্টারনেটের জগতে বেশি ঘোরাফেরা করে। এদের কাজ হবে, আপত্তিকর কোনও পোস্ট দেখতে পেলেই পুলিশকে খবর দেওয়া। পুলিশ সঙ্গে সঙ্গে ঐ পোস্ট বাতিল করে দেবে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উত্তর ২৪ পরগনায় এই পরিকল্পনা কার্যকর হলে এই মডেল ছড়িয়ে দেওয়া হবে সারা পশ্চিমবঙ্গেই। ফেসবুকের মত সোশাল মিডিয়ার অপব্যবহার করে এ ভাবে উত্তেজনা ছড়ানো তুলনায় নতুন। প্রশাসনও এত দিন অভ্যস্ত ছিল না এমন সমস্যা সামলাতে। রেজিস্ট্যান্স গ্রুপই এর টোটকা হয়ে উঠবে।

XS
SM
MD
LG