অ্যাকসেসিবিলিটি লিংক

ফেইসবুক "মেটাভার্স" প্ল্যাটফর্মে ইউরোপীয় ইউনিয়ন থেকে ১০,০০০ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে


ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত ফেইসবুকের সদর দপ্তর, ফাইল ছবি, পল সাকুমা/এপি
ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত ফেইসবুকের সদর দপ্তর, ফাইল ছবি, পল সাকুমা/এপি

ফেইসবুক জানায় যে আগামী ৫ বছরে নতুন একটি কম্পিউটিং প্ল্যাটফর্মে কাজ করতে তারা ইউরোপীয় ইউনিয়ন থেকে ১০,০০০ কর্মী নিয়োগ করার পরিকল্পনা করছে I

কোম্পানিটি তাদের ব্লগ পোস্টে রবিবার জানায় যে এই উচ্চ দক্ষতা সম্পন্ন কর্মীরা ভার্চুয়াল অভিজ্ঞতা ও পরিবেশ ভিত্তিক "মেটাভার্স " নামের এক প্রযুক্তিতে কাজ করবেন, যা অনলাইনে লোকজনের মধ্যে যোগাযোগ ঘটাবেI

মোবাইল ইন্টারনেটের পর ফেইসবুকের নির্বাহীরা পরবর্তী বড় উদ্যোগ হিসাবে মেটাভার্সকে বিবেচনা করছে, কারণ একজন হুইসেল ব্লোয়িং প্রাক্তন কর্মচারীর সাক্ষ্যদান এবং কোম্পানিটি কিভাবে ভ্যাকসিন-সম্পর্কিত এবং রাজনৈতিক অপতথ্য তাদের প্লাটফর্মে মুকাবিলা করে, সে ব্যাপারে উদ্বেগ রয়েছেI

ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকার অভিযোগ যে ফেইসবুক ঘৃণা ও অত্যধিক সহিংস পোস্ট সরাতে ব্যর্থ হচ্ছে। তার জবাবে রবিবার অন্য একটি ব্লগে কোম্পানিটি বিদ্বেষমূলক মন্তব্য মোকাবেলায় তাদের নীতির প্রতি সমর্থন জানায়I

XS
SM
MD
LG