অ্যাকসেসিবিলিটি লিংক

তালেবানের আফগানিস্তানের দখল: আমরা যা জানি


কুন্দুজের পতনের পর উত্তর আফগানিস্তানের আমিরাবাদ গ্রামে তালেবান যোদ্ধাদের একটি সারি
কুন্দুজের পতনের পর উত্তর আফগানিস্তানের আমিরাবাদ গ্রামে তালেবান যোদ্ধাদের একটি সারি

২৫ আগস্ট তালিবান আফগানিস্তান দখল করে নেওয়ার পরের ঘটনাসমূহ:

* দক্ষিণ কোরিয়া ঘোষণা করেছে যে তারা আফগানিস্তান থেকে তাঁদের ৩৮০ জনকে সরিয়ে নেবে।

* যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কাবুল বিমানবন্দর দিয়ে উদ্ধারকাজ ৩১শে আগস্টের মধ্যে শেষ হবে। তিনি বলেন, “প্রতিটি অপারেশন আমাদের সৈন্যদের জন্য বাড়তি ঝুঁকি নিয়ে আসে ”।

* হোয়াইট হাউস মঙ্গলবার জানিয়েছে, ১৪ই আগস্ট থেকে এ নাগাদ ৭০ হাজারের বেশি লোককে সরিয়ে নেওয়া হয়েছে।

* ইউএস হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর দুই সদস্য অঘোষিত এক সফরে মঙ্গলবার কাবুল যান। আইন প্রণেতা সেথ মৌলটন এবং পিটার মেইজার বলেন, যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সৈন্যদের আরও বেশি সময় মোতায়েন রাখার জন্য বাইডেনকে চাপ দিতে চান।

* আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের জন্য বাইডেনের দেয়া সময়সীমা নতুন করে বাড়ানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালিবান। তাদের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে তার দেয়া নির্ধারিত তারিখের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে।

XS
SM
MD
LG