গোটা মধ্যপ্রাচ্য থেকে শুরূ করে উত্তর আফ্রিকার বেশিরভাগ দেশেই গণতন্ত্রের হাওয়া লেগেছে বলে মন্তব্য করেন ,লিবিয়ার চলমান পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে আলোচনার সময় , কানাডার টরোন্টোয় অবস্থিত লেইকহেড ইউনিভার্সিটির রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ডক্টর ফাহিমূল কাদীর । তিনি বলেন তিউনিসিয়ায় যা হয়েছে ,মিশরে যা ঘটেছে বা এখন ইয়েমেনে বা বাহরাইনে যা চলছে অথবা লিবিয়ায় যা ঘটছে তা অন্যান্য দেশরের জন্যে অনুপ্রেরনা হয়ে দেখা দিতে পারে যদি না ক্ষমতা ভাগাভাগির বোধ জাগ্রত হয় , যেখানে রাজনীতির অবাধ করণের মধ্যে দিয়ে জনপ্রিয় গোষ্ঠির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্যে চেষ্টা করবে। উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের অনেকাংশেই সাংবিধানিক গণতন্ত্র বলে কিছু ছিল না এবং এটার বিরুদ্ধে বর্তমান চলমান আন্দোলন আরো নতুন এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে অধ্যাপক ফাহিমূল কাদীর মনে করেন ।
ডক্টর কাদীর বলেন কর্নেল গাদ্দফি শাসন চালাচ্ছিলেন একটি শাসন পরিষদের সাহায্যে , যে পরিষদের মধ্যে সাধারণ মানুষের আশা-আকাংখার কোনোই প্রতিফলন কখনো ছিলো । সংবেদনশীল কোনো শাসন পরিকাঠামো বা আর্থনীতিক কোনো অবকাঠামো ছিলো না কখনোই ।অধ্যাপক কাদীর বলেন কর্নেল গাদ্দাফি রাজনৈতিক কোনো প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেননি ।