এক মানবাধিকার রিপোর্টে বলা হয়েছে তিব্বত বিষয়ে চীনের প্রচারণা ছড়িয়ে দিতে খোলা অন্তত ১০০টি টুইটার এ্যাকাউন্ট ধরা পড়েছে।
অর্গানাইজেশন ফ্রি তিবেত নামের সংগঠন আবিস্কৃত ঐ এ্যাকাউন্টগুলোতে নানা পশ্চিমা নাম ও প্রোফাইল ছবি হিসাবে আমেরিকান স্কুল শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে বানিজ্যিক ছবি কিংবা মৃত সেলিব্রিটিদের নাম ব্যাবহার করা হয়।
ফ্রি তিবেত মুখপাত্র আলিস্টেয়ার কুরি বলেন ঐসব এ্যাকাউন্টের অনেকগুলোর উৎপত্তিস্থল হিসাবে চীনের রাজধানীর নাম পাওয়া গেছে।