অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে সংশোধিত কৃষি আইনের বিরুদ্ধে পথে নেমেছেন চাষিরা


গত ২০শে সেপ্টেম্বর ভারতের রাজ্যসভায় সংশোধনী কৃষি বিল ধ্বনি ভোটের মাধ্যমে যে পাস হয়েছিল তা কৃষকদের উৎপাদনে প্রচার ও সুবিধার্থে বিল ২০২০, কৃষকদের ক্ষমতায়ন ও সুরক্ষা অর্থাৎ মূল্যের আশ্বাস এবং খামার পরিষেবা বিল ২০২০ এর চুক্তি, এবং প্রয়োজনীয় পণ্য (সংশোধন) সংসদে আলোচনা না করে বিরোধী দলগুলির প্রতিবাদের মধ্যে বিল, ২০২০ পাস হয়ে যায়। তারই পরিপ্রেক্ষিতে কৃষক বিক্ষোভের আঁচে পুড়ছে দিল্লি-সহ গোটা ভারত। সংশোধিত কৃষি আইনের বিরুদ্ধে পথে নেমেছেন চাষিরা। আজ সোমবার সকালেই সেই বিক্ষোভের আঁচ এসে পৌঁছয় ভারতের রাজধানী দিল্লিতে । ইন্ডিয়া গেটের সামনে ট্রাক্টর জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। যদিও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ আসে। শুধু দিল্লি নয়, উত্তর ভারতের পাঞ্জাব, হরিয়াণাতে চলছে আন্দোলনে। উত্তালের আচ ছড়িয়ে পড়েছে দক্ষিণ ভারতের কর্ণাটকেও।উল্লেখ করা যেতে পারে গত ২০ শে সেপ্টেম্বর বিল পাশের পর গত রবিবার রাতেই তিনটি কৃষি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ফলে আইনে পরিণত হয়েছে বিল তিনটি। এরপরই বিক্ষোভে উত্তাল হল দিল্লি। জানা গেছে এ দিন সকাল সাড়ে ৭টা নাদাগ ইন্ডিয়া গেটের সামনে ১৫-২০ জন কৃষকের একটি দল জড়ো হয়। সেখানে একটি ট্রাক্টরে আগুন লাগিয়ে দেন তাঁরা। সঙ্গে কংগ্রেসের সমর্থনে বেশ কিছুক্ষণ প্রতিবাদ চলে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর।

XS
SM
MD
LG