অ্যাকসেসিবিলিটি লিংক

সবাইকে টিকা নিতে বললেন ডঃ ফাউচি


যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ বিষেশজ্ঞ ড: এন্থনি ফাউচি সিনেটের স্বাস্থ্য, শিক্ষা. শ্রম, অবসর ভাতা কমিটির শুনানিতে প্রশ্নের জবাব দিচ্ছেন, ফাইল ছবি, ২০ শে জুলাই, ২০২১- রয়টার্স
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ বিষেশজ্ঞ ড: এন্থনি ফাউচি সিনেটের স্বাস্থ্য, শিক্ষা. শ্রম, অবসর ভাতা কমিটির শুনানিতে প্রশ্নের জবাব দিচ্ছেন, ফাইল ছবি, ২০ শে জুলাই, ২০২১- রয়টার্স

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড; এন্থনি ফাউচি, রবিবার CNN সংবাদ মাধ্যমকে জানান, এ বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে আরো ১ লক্ষ লোকের মৃত্যু হতে পারে, তবে সে পরিস্থিতি সম্পূর্ণ নিশ্চিত হলেও, তা সম্পূর্ণ প্রতিরোধযোগ্যI ড: ফাউচি বলেন, সেই ভবিষ্যৎবাণী পরিহার করতে যুক্তরাষ্ট্রের কাছে পন্থা রয়েছে, তবে সমস্যাটা হলো যুক্তরাষ্ট্রের ৮ কোটি মানুষ, যারা টিকা নেন নিI

তিনি বলেন, তাঁর কথায়, "আমরা তা বদলিয়ে দিতে পারি এবং তা পারি দক্ষতা ও দ্রুততার সঙ্গে, যদি ঐসব লোকজনদের টিকার আওতায় আনা যায়"I ড: ফাউচি বলেন, এই সঙ্কটের দিনগুলিতে আমাদের চিন্তাধারা ও রাজনৈতিক ভেদাভেদকে দূরে সরিয়ে রাখতে হবে এবং ভ্যাকসিন নিতে হবেI

গত সপ্তাহে এরই মাঝে, নিউ ইয়র্ক টাইমস পত্রিকার জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ১ লক্ষ লোক হাসপাতালে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন এবং সংক্রমণের এই উর্ধ গতির সঙ্গে শুধুমাত্র গত বছরের শীতকালীন সময়ের সংক্রমণের হারের সঙ্গে তুলনা করা যায়, যদিও তখন ভ্যাকসিন সহজলভ্য ছিল নাI

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড; এন্থনি ফাউচি, রবিবার CNN সংবাদ মাধ্যমকে জানান, এ বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে আরো ১ লক্ষ লোকের মৃত্যু হতে পারে, তবে সে পরিস্থিতি সম্পূর্ণ নিশ্চিত হলেও, তা সম্পূর্ণ প্রতিরোধযোগ্যI ড: ফাউচি বলেন, সেই ভবিষ্যৎবাণী পরিহার করতে যুক্তরাষ্ট্রের কাছে পন্থা রয়েছে, তবে সমস্যাটা হলো যুক্তরাষ্ট্রের ৮ কোটি মানুষ, যারা টিকা নেন নিI

তিনি বলেন, তাঁর কথায়, "আমরা তা বদলিয়ে দিতে পারি এবং তা পারি দক্ষতা ও দ্রুততার সঙ্গে, যদি ঐসব লোকজনদের টিকার আওতায় আনা যায়"I ড: ফাউচি বলেন, এই সঙ্কটের দিনগুলিতে আমাদের চিন্তাধারা ও রাজনৈতিক ভেদাভেদকে দূরে সরিয়ে রাখতে হবে এবং ভ্যাকসিন নিতে হবেI

গত সপ্তাহে এরই মাঝে, নিউ ইয়র্ক টাইমস পত্রিকার জরিপ অনুযায়ী যুক্তরাষ্ট্রে গড়ে প্রতিদিন ১ লক্ষ লোক হাসপাতালে সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছেন এবং সংক্রমণের এই উর্ধ গতির সঙ্গে শুধুমাত্র গত বছরের শীতকালীন সময়ের সংক্রমণের হারের সঙ্গে তুলনা করা যায়, যদিও তখন ভ্যাকসিন সহজলভ্য ছিল নাI

XS
SM
MD
LG