অ্যাকসেসিবিলিটি লিংক

করোনাভাইরাসে মৃত্যুর হার কমলেও আত্মতুষ্টির কিছু নেই : ফাউচি


ড ফাউচি বলেন, “ মৃত্যুর সংখ্যা কম বলে নিশ্চিন্ত হওয়াটা ভ্রান্ত ব্যাপার। এই ভাইরাসের বিষয়ে আরও অনেক বিপজ্জনক দিক রয়েছে, সুতরাং আপনারা মিথ্যে আত্মতুষ্টির শিকার হবেন না।  জন্স হপকিন্স ইউনিরভার্সিটির হিসেব মতে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা ১,৩১,৪৫৭।

যুক্তরাষ্ট্রের যখন করোনায় সংক্রমিত লোকের সংখ্যা তিরিশ লক্ষের কাছাকাছি তখন সংক্রামক ব্যাধি বিষয়ক এ দেশের শীর্ষ বিশেষজ্ঞ আমেরিকানদের সতর্ক করে দিয়েছেন যে তারা যেন এ বিষয়ে ভ্রান্ত আত্মতুষ্টিতে না ভোগে যে এখানে মৃত্যুর হার কমে আসছে।

যুক্তরাষ্ট্রের সেনেটর ডউগ জোন্সের সঙ্গে ফেইসবুখে এক প্রশ্নউত্তর পর্বে ড অ্যান্টনি ফাউচি এই মন্তব্য করেন । ড ফাউচি বলেন, “ মৃত্যুর সংখ্যা কম বলে নিশ্চিন্ত হওয়াটা ভ্রান্ত ব্যাপার। এই ভাইরাসের বিষয়ে আরও অনেক বিপজ্জনক দিক রয়েছে, সুতরাং আপনারা মিথ্যে আত্মতুষ্টির শিকার হবেন না। জন্স হপকিন্স ইউনিরভার্সিটির হিসেব মতে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা ১,৩১,৪৫৭।

প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য গত রাতে টুইটারে লেখেন করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এখন দশ ভাগ নেমে এসছে। কিন্তু ফাউচি এ সপ্তায় আরও আগে সতর্ক করে দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র এখনও এই মহামারির প্রথম ধাক্কায় যেন হাঁটু পানিতে ডুবে আছে। ফাউচির এই সর্ব সাম্প্রতিক হুশিয়ারীর দিনই ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিক ভাবে জাতিসংঘকে জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিত্যাগ করছে।

XS
SM
MD
LG