শুক্রবার, কেন্দ্রীয় তদন্ত ব্যুরো'র একজন উর্ধতন কর্মকর্তা বলেছেন, আগামী মাসে প্রেসিডেন্ট বাইডেনের কংগ্রেসে যুক্ত অধিবেশনে ভাষণের প্রাক্কালে অভ্যন্তরীণ উগ্রবাদীদের ওপর তারা সজাগ দৃষ্টি রাখছেন, যারা আবারো হামলা চালাতে বদ্ধপরিকরI ক্যাপিটাল পুলিশের ভারপ্রাপ্ত প্রধানের মন্তব্য যে, ট্রাম্পের সমর্থকেরা ভবন উড়িয়ে দিতে পারে, তার একদিন পরে এফবিআই, কঠোর পদক্ষেপ গ্রহণ করার কথা ব্যক্ত করেI
পুলিশ প্রধান বলেন, ৬ই জানুয়ারী হামলার পর, যে কাঁটা তারের ব্যূহ ও অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল তা বলবদ থাকবে এবং ৫০০০ সেনা মার্চের শেষ নাগাদ ডিসিতে অবস্থান করবেI