অ্যাকসেসিবিলিটি লিংক

সীমান্তে অভিবাসী শিশুদের দেখাশোনায়, জরুরি ব্যাবস্থাপনা এজেন্সী (FEMA) 


যুক্তরাষ্ট্রের জরুরি ব্যবস্থাপনা এজেন্সী, (FEMA ) যারা, সাধারণতঃ বন্যা,ঘূর্ণিঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় দ্রুততার সঙ্গে অংশ নিয়ে থাকে, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর, শনিবার, সংস্থাটিকে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে বর্ধিত অভিবাসী শিশুদের দেখাশোনার নির্দেশ দিয়েছেI

দপ্তরের মন্ত্রী, আলেহান্দ্রো মায়োর্কাস সংবাদ সম্মেলনে জানান, আগামী ৯০ দিনের জন্য, এসব শিশুদের আশ্রয়, অভ্যর্থনা ও যাতায়াতে সুবিধা প্রদানের জন্য তিনি FEMA সংস্থাকে নিয়োজিত করছেনI

প্রেসিডেন্ট বাইডেন, প্রাক্তন প্রেসিডেন্ট, ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞামূলক অভিবাসন নীতি পরিবর্তন করে নিলে এসব শিশুদের আগমন হঠাৎ করে বৃদ্ধি পায় এবং সীমান্তে এক মানবিক সঙ্কটের সৃষ্টি হয়I এই সঙ্কট মোকাবেলায় বর্তমান প্রশাসন, এই উদ্যোগ নিচ্ছেনI

XS
SM
MD
LG