এগিয়ে আসছে বাংলাদেশের স্বাধীনতা দিবস। ১৯৭১ থেকে ২০১৮ সাল, সাড়ে চার দশকের বেশি সময় অতিক্রান্ত। এই সময়কালে সার্বিকভাবে বাংলাদেশ কতোটা এগিয়েছে? আর বিশেষ করে বাংলাদেশের নারীরা কতটা এগিয়েছে? বিষয়টি নিয়ে সদ্যপ্রয়াত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা, সুপরিচিত ভাষ্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর সাথে আমরা কথা বলেছিলাম গত বছর মার্চ মাসে। তখন আমরা ভাবিনি, এই বছর স্বাধীনতা দিবসের আগেই তিনি নশ্বর পৃথিবী ছেড়ে যাবেন।
সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, জীবনে যত কষ্টই হোক না কেন, তিনি সবসময় সম্ভাবনাকে বড় করে দেখেছেন, হতাশাকে নয়। তিনি বলেন, বাংলাদেশে মৌলবাদ এবং সহিংসতা প্রতিহত করতে অনেকেই কাজ করে যাচ্ছেন। যদিও সারা বিশ্বেই মৌলবাদ এবং সহিংসতা ছড়িয়ে পড়েছে। নারীর অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশে নারীর অবস্থান আগের চাইতে আরো শক্তিশালী হয়েছে।
তাঁর সাক্ষাৎকারটি নিয়েছিলেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।