অ্যাকসেসিবিলিটি লিংক

কোরিয়ার ফেরী ডুবিতে ক্যাপ্টেন ও ৩ ক্রুর বিরুদ্ধে নরহত্যার অভিযোগ


গতমাসে দক্ষিন কোরিয়ায় ফেরী ডুবিতে ২৪০ জনেরও বেশী যাত্রী নিহত হওয়ার ঘটনায় অভিশংষকরা ফেরীর ক্যাপ্টেন ও ৩ কর্মচারীর বিরুদ্ধে নরহত্যার অভিযোগ করেছেন।

বৃহস্পতিবার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ফেরীটি ডোবার সময় চার কর্মচারী যাত্রীদেরকে সতর্ক না করে ফেরী ত্যাগ করেছিল বলে অভিযোগ উঠেছে। এ মাসের গোড়ার দিকে ঐ ঘটনায় মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৪৪ জনে। ৫৮ জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। প্রায় ১৭৫ জন প্রানে বেঁচেছেন।

৬ হাজার ৮শ টন ফেরী সেও-ও ১৬ই এপ্রিল, ৩২৫জন স্কুল শিক্ষার্থী নিয়ে দক্ষিন কোরিয়ার দক্ষিন পশ্চিমের দ্বীপ জেজু যাওয়ার পথে ডুবে যায়। ঘটনাটি পুরো দক্ষিন কোরিয়াকে শোক আর ক্ষোভে আচ্ছন্ন করে।
XS
SM
MD
LG