দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাত ফিফা কর্মকর্তার মধ্যে পলাতক একজনকে বিচারের মুখোমুখি করতে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে সুইজারল্যান্ড।
বুধবার তাকে হস্তান্তর করলেও, তার পরিচয় প্রকাশ করেনি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় বিচার বিভাগ।
বৃহস্পতিবার দেশটির মন্ত্রনালয় জানিয়েছে, অভিযুক্ত ফিফা কর্মকর্তাকে Zurich এ নিউইয়র্কের তিনজন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এবং তারা একত্রেই নিউইয়র্কের উদ্দেশ্যে বিমানে চড়েছেন।
হস্তান্তর হওয়া ঐ ফিফা কর্মকর্তাকে গত ২৭ মে Zurich এর একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে উত্তর ও দক্ষিন আমেরিকায় ফুটবল টুর্নামেন্টের বাজারজাতকরন চুক্তি থেকে ১৫ কোটি ডলার ঘুষ নেয়ায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।