নাইজেরিয়ার কর্মকর্তারা বলছেন রাজধানী আবুজার কাছে দুটি স্থানে বিস্ফোরণে ১৫ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছিল।
শুক্রবার রাতে আবুজার উপনগরী নিয়ানা এবং কুজেতে এই বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিক ভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি তবে অনেকই মনে করেন যে এই হামলা দেশের মধ্যকার উগ্রপন্থি গোষ্ঠি বোকো হারামের কাজ। এর ঠিক একদিন আগেই মায়দুগুরি শহরে চারজন আত্মঘাতী বোমাবাজ ১৪ জনকে হত্যা করে নিজেরাও নিহত হয়।
কর্মকর্তারা বলেন বৃহস্পতিবারের ঐ বিস্ফোরণেই ৩৯ জন আহত হয়।