অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান এবং পাঞ্জশিরি প্রতিরোধ বাহিনীর মধ্যে আবারও লড়াই শুরু


তালিবান বিরোধী যোদ্ধারা পাঞ্জশির প্রদেশের আনাবা শহরে তালিবান বিরোধী অভিযানে অংশ নিচ্ছেন, ১লা সেপ্টেম্বর, ২০২১ ছবি, আহমেদ সাহেল আরমান-এএফপি
তালিবান বিরোধী যোদ্ধারা পাঞ্জশির প্রদেশের আনাবা শহরে তালিবান বিরোধী অভিযানে অংশ নিচ্ছেন, ১লা সেপ্টেম্বর, ২০২১ ছবি, আহমেদ সাহেল আরমান-এএফপি

তালিবান যোদ্ধা ও তালিবান প্রতিরোধ বাহিনীর মধ্যেকার দ্বন্দ্ব নিরসনের আলোচনা ব্যর্থ হলে, পাঞ্জশির উপত্যকায় প্রবল যুদ্ধ শুরু হয়I বিরোধী পক্ষের মুখপাত্র দাবি করেন যে তালিবানের অভিযান প্রতিহত করা হয় এবং তালিবানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছেI

তালিবান প্রতিরোধ বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন, ১৯৯০ সাল থেকে তালিবান বিরোধী অভিযানে নেতৃত্ব দেয়া সুপরিচিত নেতা, আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদI আহমেদ শাহ মাসুদ, যিনি তালিবানের বিরুদ্ধে উত্তরাঞ্চলীয় জোটের নেতৃত্ব দেন, তাঁকে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার আগে, আল কায়দা সন্ত্রাসীরা সাংবাদিকের বেশে গিয়ে হত্যা করেI

গত মাসে কাবুল পতনের পর, আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে যারা তাদের সামরিক নেতাদের আত্মসমর্পনের কারণে তাদের বিরুদ্ধে বিশ্বাসঘতকতা হয়েছে বলে ভাবেন, তারা পাঞ্জশির প্রতিরোধ বাহিনীতে যোগ দেনI

মাসুদের মুখপাত্র, ফাহিম দাসটি বলেন, তালিবান এখন উপত্যাকার উত্তরপূর্বাঞ্চলে অবস্থিত খাওয়াক এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় পারওয়ান প্রদেশ থেকে অভিযান চালাচ্ছেI

মুখপাত্র দাবি করেন, পাঞ্জশির ভিত্তিক গ্ৰুপ, যারা নিজেদের 'ন্যাশনাল রেসিস্টেন্স ফ্রন্ট অব আফগানিস্তান বা NRFA বলে দাবি করে, তালিবানের অভিযান দমিয়ে দেয়, এবং তাদের পাল্টা হামলায় শত শত তালিবান যোদ্ধা নিহত হয়I

XS
SM
MD
LG