অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনে অস্ত্র বিরতি কার্যকরের আগে আবার ও সংঘাত


ইউক্রেনের বাহিনী এবং রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে অস্ত্র বিরতি কার্যকর হবার মাত্র ঘন্টা কয়েক আগেই লড়াই শুরু হয়।

এই অস্ত্র বিরতি আজ স্থানীয় সময় মধ্যরাত থেকে কার্যকর হবার কথা। বেলারুশের রাজধানী মিনস্ক এ ইউক্রেন , রাশিয়া, ফ্রান্স ও জার্মার্নীর নেতারা এই অস্ত্রবিরতিতে সম্মত হয়।

এই অস্ত্র বিরতিকে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আগামীকাল রোববার একটি জরুরী বৈঠকে বসবে বলে কথা আছে। জাতিসংঘের কুটনীতিকরা বলছেন যে ১৫ সদস্য বিশিষ্ট এই পর্ষদ , রাশিয়ার এই খসড়া প্রস্তাবের উপর ভোট দেবে যাতে সকল পক্ষকে এই চুক্তি বাস্তবায়নের জন্যে বলা হয়েছে।

কমপক্ষে ২৬ জন এই সংঘাতে নিহত হয় , যাদের মধ্যে ইউক্রেনের সৈন্য এবং অসামরিক লোকজন ও রয়েছে।

গতকালই যুক্তরাষ্ট্র পুর্ব ইউক্রেনে বিপুল সামরিক সাজসরঞ্জাম পাঠানোর জন্যে রাশিয়াকে অভিযুক্ত করেছে তবে রাশিয়া এই অভিযোগ অ স্বীকার করেছে।

XS
SM
MD
LG