অ্যাকসেসিবিলিটি লিংক

সিনেমার সেটে আসল বন্দুক ব্যবহার না করার দাবি উঠেছে


ফাইল ছবিতে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অভিনেতা অ্যালেক বল্ডউইনকে দেখা যাচ্ছে। সেপ্টেম্বর ২১, ২০১৫।
ফাইল ছবিতে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে অভিনেতা অ্যালেক বল্ডউইনকে দেখা যাচ্ছে। সেপ্টেম্বর ২১, ২০১৫।

নিউ মেক্সিকোর একটি সিনেমা সেটে অভিনেতা অ্যালেক বল্ডউইনের প্রপ বন্দুকের গুলিতে একজন সিনেমাটোগ্রাফার নিহত হবার যে মর্মান্তিক ঘটনা ঘটে, তার ফলে হলিউডে মৌলিক পরিবর্তনের দাবি উঠেছে।

কেউ কেউ বলছেন, সেটে আসল বন্দুক নিষিদ্ধ করা উচিৎ। চেইঞ্জ ডট অর্গ পিটিশন থেকে শুরু করে একটি নেটওয়ার্ক টিভি নাটক, যারা সেটে আসল অস্ত্র নিষিদ্ধ করেছে এবং এই পদক্ষেপের সমর্থকরা বলছেন, যখন কম্পিউটারের মাধ্যমে পোস্ট প্রোডাকশনে বন্দুকের গুলি দেখানো যায়, তখন ঝুঁকি নেবার কোন যৌক্তিকতা নেই।

চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিন্স নিহত হন বল্ডউইনের গুলিতে। যদিও ঐ অভিনেতাকে একজন ক্রু সদস্য বলেছিলেন যে তা নিরাপদ।

এমন দু:খজনক এবং শোকাহত ঘটনার পরও অনেকগুলো প্রযোজনা সংস্থা এখনও শুটিংয়ের সময় আসল বন্দুক ব্যবহার করছে।

( এপি )

XS
SM
MD
LG