অ্যাকসেসিবিলিটি লিংক

জলবায়ু পরিবর্তন বিষয়ক ঐতিহাসিক খসড়া চুক্তি অনুমোদনের অপেক্ষায়


প্যারিসের জলবায়ু সম্মেলনে আলোচকরা, প্রায় দু সপ্তা ধরে দরকষাকষির পর বিশ্বের উষ্ণায়ন হ্রাসের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত একটি উচ্চাকাঙ্খী পরিকল্পনার চূড়ান্ত খসড়া প্রকাশ করেছেন।

আজ শনিবার সকালের দিকে প্রকাশিত এই খসড়া ঐ সম্মেলনে উপস্থিত ১৯০ টি দেশের প্রতিনিধিদের কাছ থেকে চূড়ান্ত ভাবে অনুমোদত হতে হবে , তবে কুটনীতিকরা অনুমান করছেন এই অনুমোদন পেতে আজ বিকেল গড়িয়ে যেতে পারে।

জলবায়ু চুক্তিকে ঐতিহাসিক মোড় পরিবর্তন আখ্যায়িত করে ফরাইস পররাষ্ট্র মন্ত্রী লঁরা ফাবিউ বলেন যে এই প্রস্তাব বিশ্ব উষ্ণায়নকে দু ডিগ্রির নীচে এবং এমন কী সম্ভবত দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমিত রাখবে। ফ্যাবিউ আরও বলেন যে এই প্রস্তাব আইনত বাধ্যতামূলক হবে এবং বৈশ্বিক উষ্ণায়ন হ্রাস পর্যালোচনার জন্য পাঁচ বছরের একটি পরিকল্পনা ও নির্ধারণ করে দিয়েছে। তিনি বলেন এতে রয়েছে , জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশগুলো জন্য বছরে অন্তত দশ হাজার কোটি ডলারের অর্থায়ন। প্রতিনিধিরা এই খসড়া প্রস্তাব নিয়ে বিতর্কে লিপ্ত থাকার সময়ে জাতিসংঘ প্রধান বান কী মুন বলেন গোটা বিশ্বই বিষয়টির উপর লক্ষ্য রাখছে এবং আপনাদের প্রজ্ঞার উপর নির্ভর করছে।

এই প্রস্তাব চূড়ান্ত অনুমোদন লাভ করলে , এটি হবে জীবাশ্ম জ্বালানির নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে কয়েক দশক ধরে চলে আসা প্রচেষ্টার ক্ষেত্রে একটা বিরাট অর্জন।

XS
SM
MD
LG