অ্যাকসেসিবিলিটি লিংক

ইন্দোনেশিয়ার কারাগারে অগ্নিকাণ্ডে ৪০জন কারাবন্দীর প্রাণহানি


ইন্দোনেশিয়ার জাকার্তার উপকণ্ঠে তাংরেঙ্গ কারাগারের প্রধান প্রবেশ পথে পুলিশ পাহারা দিচ্ছে। ৮ সেপ্টেম্বর ২০২১।
ইন্দোনেশিয়ার জাকার্তার উপকণ্ঠে তাংরেঙ্গ কারাগারের প্রধান প্রবেশ পথে পুলিশ পাহারা দিচ্ছে। ৮ সেপ্টেম্বর ২০২১।

বুধবার ভোরে ইন্দোনেশিয়ার একটি জনাকীর্ণ কারাগারে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪০জন কারাবন্দী মারা গেছে।ইন্দোনেশিয়ার বিচার মন্ত্রকের একজন মুখপাত্র জানিয়েছেন, রাজধানী জাকার্তার উপকণ্ঠে অবস্থিত তাংরেঙ্গ কারাগারের ব্লক সি থেকে আগুনের সূত্রপাত হয়।

রিকা আপ্রিয়ান্তি জানান, কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।এই ঘটনায় কমপক্ষে ৮০জন কারাবন্দী আহত হয়েছে, যাদের মধ্যে আটজনকে তাংরেঙ্গ এর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।তাংরেঙ্গ কারাগারে ২ হাজারেরও বেশি বন্দিকে রাখা হয়েছে যার মধ্যে ব্লক সি তে রয়েছে ১২২ জন কারাবন্দী। আপ্রিয়ান্তি বলেন, মারাত্মক আগুনের এই ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

XS
SM
MD
LG