অ্যাকসেসিবিলিটি লিংক

পুণের সিরাম ইনস্টিটিউটে আগুন, ৫ জন নিহত


মহারাষ্ট্রের পুণের সিরাম ইনস্টিটিউটে বিধ্বংসী আগুন লাগে। আগুনের গ্রাসে পড়ে গোটা ইনস্টিটিউট জুড়ে ছড়ায় তীব্র আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছে দমকলের দশটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে দুর্ভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৫ জন।যদিও স্বস্তির খবর, সুরক্ষিত রয়েছে মজুত কোভিশিল্ড ভ্যাকসিন। সিরাম ইনস্টিটিউটেই তৈরি হয় করোনারোধী ভ্যাকসিন কোভিশিল্ড।কোভিশিল্ড ভ্যাকসিন যে অংশে তৈরি হয় তা আগুন লাগা অংশের থেকে বেশ অনেকটা দূরে। তাই সেখানে আগুনের কোনও আঁচ পড়েনি। তাই করোনারোধী ভ্যাকসিন মজুত থাকার জায়গা অক্ষতই রয়েছে বলে আশ্বস্ত করেছে সিরাম ইনস্টিটিউট।

please wait

No media source currently available

0:00 0:01:17 0:00

সংস্থার প্রধান আদার পুনাওয়ালা টুইট করে জানান, 'সরকার ও জনসাধারণকে আশ্বস্ত করতে চাই কোভিশিল্ড সুরক্ষিত রয়েছে।'সংস্থার পক্ষ জানা গিয়েছে, প্রশাসনিক একটি ভবনের তৃতীয় ও চতুর্থ তলে আগুন লাগে। সেই ভবনে সিরামের যে কর্মচারীরা বসেন, সেই অংশে আগুন লাগে। বেশিরভাগ কর্মচারীকে নিরাপদে বাইরে বের করে আনা গেলেও আটকে পড়েন বেশ কয়েকজন। পরে ৫ জনের মৃতদেহ উদ্ধার হয়।

XS
SM
MD
LG