অ্যাকসেসিবিলিটি লিংক

করাচিতে ফ্যাক্টরিতে আগুন, নিহত ১৬



করাচিতে ফ্যাক্টরিতে আগুন লাগার পর উদ্ধার তৎপরতা, ২৭শে অগাস্ট, ২০২১ - এপি
করাচিতে ফ্যাক্টরিতে আগুন লাগার পর উদ্ধার তৎপরতা, ২৭শে অগাস্ট, ২০২১ - এপি


পাকিস্তানের সর্ববৃহৎ শহর ও অর্থনৈতিক বাণিজ্য কেন্দ্র, করাচীতে একটি কারখানায় আগুন লাগলে, অন্তত ১৬ জন প্রাণ হারান, তাই যে দেশটিতে এ ধরণের ঘটনা নতুন কিছু নয়, সেখানে শিল্প কারখানায় নিরাপত্তা সম্পর্কিত প্রশ্ন দেখা দিয়েছেI শহরের পূর্বাঞ্চলে বহুতল বিশিষ্ট একটি রাসায়নিক কারখানায়এই আগুন লাগেI পুলিশ ও অগ্নি নির্বাপক কর্মকর্তারা জানান, এ সময়ে কারখানাটির প্রায় সব জানালা বন্ধ ছিলI ঐ তিন তলা ভবনেরনিচের তলায় আগুন লাগলে, দ্বিতীয় তলার বহু শ্রমিক সেখানে আটকা পড়েমারা যান I

করাচীর পূর্বঞ্চলীয় পুলিশের সহকারী ইন্সপেক্টর জেনারেল, শাকিব ইসমাইল মেমন, সংবাদ মাধ্যম রয়টারকে জানান, আগুনে পুড়ে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছেI

অগ্নি নির্বাপক দপ্তরের প্রধান, মুবিন আহমেদ বেসরকারি চ্যানেল, GEO কে জানান, “এই কারখানায় প্রবেশের একটি মাত্র পথ ছিলযা নির্গমনের জন্যও ব্যবহার করা হতো এবং ছাদের যাবার পথটিও বন্ধ ছিল, যা আমাদের উদ্ধারতৎপরতা বহুলাংশে ব্যাহত করেছেI

(রয়টার্স)

XS
SM
MD
LG