অ্যাকসেসিবিলিটি লিংক

ইয়াঙ্গুনে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গাড়ি উঠে গেলে অন্ততঃ ৫জন নিহত


ইয়াঙ্গুনে প্রতিবাদকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার পর বিক্ষোভকারীরা প্রতিবাদে অংশ নিচ্ছেন, ৫ই ডিসেম্বর, ২০২১/এএফপি
ইয়াঙ্গুনে প্রতিবাদকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার পর বিক্ষোভকারীরা প্রতিবাদে অংশ নিচ্ছেন, ৫ই ডিসেম্বর, ২০২১/এএফপি

স্থানীয় সংবাদ মাধ্যম "মিয়ানমার নাউ" জানায়, রবিবার সকালে ইয়াঙ্গুনে একটি অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের ওপর নিরাপত্তা সেনাদের গাড়ি উঠে গেলে ৫ জন নিহত হয়। তারা অন্তত ১৫জনকে গ্রেফতার করেI

ঘটনাস্থল থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, বহু ডজন লোক আহত হয়েছেনI সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবি এবং ভিডিওতে প্রতিবাদকারীদের ওপর গাড়িটি ধাক্কা দিতে এবং পথে কতগুলি দেহ পরে থাকতে দেখা যায়I সকালের এই সহিংস ঘটনার পরেও, বিকেলে ইয়াঙ্গুনে আরো একটি বিক্ষোভের আয়োজন করা হয়I

পহেলা ফেব্রুয়ারীর অভ্যূত্থানের সময় থেকে ১৩০০ জনের বেশি নিহত হওয়ার পরেও সেখানে সামরিক বিরোধী প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছেI প্রায়শই এসব বিক্ষিপ্ত প্রতিবাদে অংশ নেয় ছোট ছোট দল, যারা নোবেল পুরস্কার বিজয়িনী অং সান সুচির নির্বাচিত সরকারকে উৎখাত করার বিরোধিতা এবং সামরিক শাসনের অবসানের দাবি তুলে থাকেI

বিরোধীদের ছায়া সরকার জানিয়েছে যে শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের গাড়ি চাপিয়ে এবং গুলি করে হত্যার ঘটনা হৃদয় বিদারকI

জাতীয় ঐক্য সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবারের হামলার পর সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানায়, "সন্ত্রাসী সামরিক বাহিনী, যারা নৃশংস ও অমানবিকভাবে নিরস্ত্র শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হত্যা করেছে, আমরা তার সমুচিত ও কঠোর জবাব দেব"I

দুজন প্রত্যক্ষদর্শী জানান, সেনা বোঝাই একটি গাড়ি পেছন থেকে বিক্ষোভকারী জনতাকে আঘাত করে, তারপর তারা বিক্ষিপ্তভাবে প্রতিবাদকারীদের গ্রেফতার ও মারধর করতে শুরু করে I তারা জানান, মাথায় প্রচন্ড আঘাত লেগে অনেকেই আহত হন এবং জ্ঞান হারানI

রবিবার এ ব্যাপারে মন্তব্য চাওয়া হলে ক্ষমতাসীন জান্তা'র মুখপাত্র তার জবাব দেয় নিI

XS
SM
MD
LG