অ্যাকসেসিবিলিটি লিংক

তুরস্কের পাঁচ সাংবাদিক মুক্তি পেলেন


তুরস্কের কারাগার থেকে বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন কুমহুরিয়াত সংবাদ পত্রের পাঁচজন সাবেক সাংবাদিক। এদের মধ্যে রয়েছেন স্বনাম ধন্য ব্যাঙ্গও চিত্র অংকন শিল্পী ও সাংবাদিক মুসা কার্ট। তুরস্কের আপিল কোর্ট ঐ পাঁচজনের মুক্তির আদেশ জারি করেন। বলা হয়েছে, সদস্য না হয়ে সন্ত্রাসীদলগুলিকে সাহায্য এবং সহায়তা দেওয়ার জন্য পাঁচ সাবেক সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়।

সংবাদ মাধ্যম এএফপিকে দেওয়া এক সাক্ষাতকারে আইনজীবী তোরা প্যাকিং আগেই আদালতের ঐ রায়ের কথা নিশ্চিত করেন। ২০১৮ সালে কুমহুরিয়াত সংবাদ পত্রিকার সাবেক যে ১৪ জন সাংবাদিক এবং নির্বাহী কর্মকর্তাকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তাদের মধ্যকার পাঁচজন মুক্তি পেলেন।

XS
SM
MD
LG