আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তরফে জানান হয়েছে মঙ্গলবার গভীর রাত এবং বুধবার ভোরে সংঘটিত বন্দুক যুদ্ধে ৫ জন সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হন। এর মধ্যে কুষ্টিয়া জেলায় দুইজন এবং নাটোর, যশোর ও লক্ষ্মীপুরে একজন করে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং বাকি একজন পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত
হয়েছেন বলে ঘটনাস্থলগুলো থেকে সংবাদদাতারা জানিয়েছেন। অপর একজন দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।
র্যাব এবং পুলিশ ঘটনাস্থল গুলো থেকে মাদক, অস্র এবং বারুদ বারুদ উদ্ধার করেছে বলে সাংবাদিকদের জানিয়েছে। উল্লেখ্য, মানবাধিকার সংস্থাগুলোর দেয়া তথ্য মতে মে মাসের শেষ ভাগে শুরু হওয়া মাদক বিরোধী অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিজেদের মধ্যে কথিত বন্দুক যুদ্ধে এপর্যন্ত দুই শতাধিক সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।