অ্যাকসেসিবিলিটি লিংক

অভাবনীয় বন্যার কবলে কেনিয়া, সুদান, ইথিওপিয়া ও পূর্ব ও মধ্য আফ্রিকার দেশসমূহ 


South Sudan Floods
South Sudan Floods

বিশ্ব যখন করোনা বিরুদ্ধে লড়ছে, এরি মাঝে অভাবনীয় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আফ্রিকা মহাদেশের বহু দেশ, বলতে গেলে মহাদেশের বিশাল একটি অংশ এখন ভয়াবহ বন্যার কবলেI বন্যা কবলিত সবগুলি দেশেই সংক্রমণ, জনজীবনকে ব্যাহত করেছেI এখন বন্যায়, গৃহহীন হয়েছেন বিশাল এক জনগোষ্ঠীI অনেক হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায়, হত-দরিদ্র জনগণ চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছেনI

ক্যাথলিক রিলিফ সার্ভিসেসের কর্মকর্তা, নিয়েক দে গোইজ বলেন, তাঁর কথায়, "আমরা পঙ্গপাল দেখেছি এবং এখন কভিড- ১৯ 'র মাঝেই দেখছি ভয়াবহ বন্যা আর জনগণের দুর্দশাI তাই এ বছরটা আফ্রিকার জনগণের জন্য কষ্টের একটি বছর :একাধারে অনেক জায়গায় লক ডাউন, আর বন্যার কারণে,যতটুকু সাহায্য তাদের পাওয়ার কথা, তা থেকেও তাঁরা আজ বঞ্চিতI

XS
SM
MD
LG