অ্যাকসেসিবিলিটি লিংক

ঘূর্ণিঝড় ফ্লরেন্সের প্রাথমিক আঘাত পেতে শুরু করেছে নর্থ ক্যারোলিনা


Hurricane Florence
Hurricane Florence

ঘূর্ণিঝড় ফ্লরেন্সের প্রাথমিক আঘাত পেতে শুরু করেছে উপকুলবর্তী রাজ্য নর্থ ক্যারোলিনা। ঝড়টি ক্রমশ যুক্তরাষ্ট্রের পূর্বদিকে ধেয়ে আসছে। ধারণা করা হচ্ছে ঝড়টি বেশ সময় ধরে আঘাত হানবে। এতে ব্যাপক ক্ষয় ক্ষতির আশংকা করা হচ্ছে। আক্রান্ত স্থানগুলোতে কয়েক সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই মুহূর্তে বিপদসংকেত ২ দেখানো হচ্ছে তবে ফ্লরেন্সের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার। আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন নদীর পানি বিপদসীমার ওপরে প্রাবাহিত হওয়া,বিপর্যয়কর বন্যা সহ নানা হুমকির আশংকা রয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা , Brock Long সংবাদকর্মীদের জানান বাতাসের গতিবেগ এবং ঝড়ের প্রবলতা আগের চাইতে কমে গেছে। তবে সতর্ক থাকতে হবে যেকোনো দুর্যোগের জন্য। ফ্লরেন্স এই মুহূর্তে ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে উত্তর পশ্চিমের দিকে এগিয়ে যাচ্ছে। পূর্বাভাসে বলা হচ্ছে ফ্লরেন্স অনেক সময় নিয়ে ক্যারোলিনাতে তাণ্ডব চালাবে।

XS
SM
MD
LG