উত্তর ক্যারোলাইনার উপকূলীয় এলাকায় যে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় আঘাত হানে তাতে মৃতের সংখ্যা এখন পাঁচে এসে পৌচেছে : আশংকা বাড়ছে যে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে I ঘূর্ণিঝড় বয়ে এনেছে ভারী বৃষ্টি আর সমুদ্রের জলোচ্ছাসের পানিI উত্তর ক্যারোলাইনার ঐতিহাসিক শহর New Bern ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে I নদীর জল স্ফীত হওয়ায় শত শত জনগণকে অন্যত্র নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে I
উইলমিংটনের পুলিশ জানায় একটি গাছ উপড়ে পড়লে একজন মহিলা ও তাঁর শিশুর মৃত্যু হয় I অন্য এক মহিলা জরুরি সেবার জন্য ফোন করার পর উদ্ধারকারীরা সময়মতো পৌঁছাতে না পারার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান I জেনারেটার চালু করার সময় ওপর এক ব্যক্তির মৃত্যু হয় I
আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে এই দুর্যোগ পরিস্থিতি দীর্ঘায়িত হবে I জলপ্লাবিত পুরো অঞ্চলে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু হয়েছে I