অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলের কিছু এলাকায় আরও বন্যা হওয়ার আশংকা


Panicked dogs that were left caged by an owner who fled rising flood waters in the aftermath of Hurricane Florence, are rescued by volunteer rescuer Ryan Nichols of Longview, Texas, in Leland, North Carolina, U.S., September 16, 2018.

সোমবার ফ্লোরেন্স ঝড়ের ফলে যুক্তরাষ্ট্রের দক্ষিণপূর্বাঞ্চলের কিছু এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয় এবং তার ফলে আরও বন্যা হওয়ার আশংকা দেখা দিয়েছে।North Carolinaর Governor Roy Cooper বলেছেন ঘূর্ণী ঝড় ফ্লরেন্সের ফলে, বন্যায় লোকজনের জীবন এখনও ঝুঁকির সম্মুখীন। North Carolinaতে কিছু এলাকায় ১০০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। এবং নদীর পানি বেড়েই যাচ্ছে।জাতীয় হারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, ঘূর্ণীঝড় ফ্লোরেন্স এখন দুর্বল হয়ে পড়েছে কিন্তু উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনায় বন্যা অব্যাহত থাকবে।অন্তত ১৭জন প্রাণ হারিয়েছে। বন্যার ফলে কিছু শহর একদম বিচ্ছিন্ন। কয়েকটি প্রধান সড়ক বন্যার পানিতে প্লাবিত। ৭ লক্ষ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন।ফ্লোরেন্স এর পর যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলের দিকে এবং তার পর সাগরের দিকে অগ্রসর হবে।

XS
SM
MD
LG