অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্লোরিডার বিধ্বস্ত ফ্ল্যাট ভবনে মৃতের সংখ্যা এখন ৩২


ফ্লোরিডার বিধ্বস্ত ফ্ল্যাট ভবনে মঙ্গলবার ধ্বংসস্তুপের ভেতর থেকে আরও চারটি মৃতদেহ পাওয়া গেছে এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২ এ। তবে এখনও ১১৩ জনের কোন হদিশ পাওয়া যায়নি।  কর্মীরা ১২ তলা এই ভবনের ধংসাবশেষ প্রায় চষে বেড়াচ্ছেন।

ফ্লোরিডার বিধ্বস্ত ফ্ল্যাট ভবনে মঙ্গলবার ধ্বংসস্তুপের ভেতর থেকে আরও চারটি মৃতদেহ পাওয়া গেছে এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২ এ। তবে এখনও ১১৩ জনের কোন হদিশ পাওয়া যায়নি। কর্মীরা ১২ তলা এই ভবনের ধংসাবশেষ প্রায় চষে বেড়াচ্ছেন। ভবনটির অর্ধেক হঠাত্ করেই ২৪ শে জুন ধ্বসে পড়ে এবং অবশিষ্ট অংশটিকে ৫৮ কিলোগ্রাম ডিনামাইটের নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে ভেঙ্গে ফেলা হয় কারণ কর্মকর্তারা আশংকা করেছিলেন যে আসন্ন ঝড়ে ঐ অংশটি নিজে নিজেই ভেঙ্গে পড়তে পারে। মায়ামি মেট্রপলিটান এলাকা থেকে প্রায় ২৫ লক্ষ কিলোগ্রাম ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হয়েছে । উদ্ধার কর্মিরা বলছেন তাঁরা প্রাণে বেঁচে গিয়ে থাকতে পারেন এমন লোকের সন্ধান চালিয়ে যাচ্ছেন তবে এই সন্ধান কাজের গোড়া থেকে কাউকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

.

XS
SM
MD
LG