অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্লোরিডার ভবনধ্বসে কর্তৃপক্ষ মৃতের সংখ্যা আরো বাড়বে বলে আশংকা করছেন 


দক্ষিণ ফ্লোরিডার উপকূলীয় শহরের চ্যাপলেইন টাওয়ার্স, বিশ্বের বহু ভ্রমণ পিপাসু জনগণকে আকৃষ্ট করেছিলI কেউবা এখানে এসেছিলেন একটি রাত কাটাতে, কেউবা বসতির লক্ষ্যেI এখানে এসেছিলেন আর্জেন্টিনা থেকে ছোট্ট একটি মেয়ে তার বাবা-মার সঙ্গে, অবসররত এক শিক্ষক তাঁর প্রিয়তমা স্ত্রীকে নিয়ে, রাশিয়া ও ইসরাইল থেকে এই ভবনে সময় কাটাতে এসেছিলেন কয়েকজন গোড়া ইহুদি এবং প্যারাগুয়ে'র ফার্স্ট লেডির এক বোনI

আজ শুক্রবার সকাল নাগাদ, এরা সবাই নিখোঁজ তালিকায়I বৃহস্পতিবার ১২তলা ভবনটির একাংশ ধ্বসে ৩০ ফুট উচ্চতার কংক্রিট ও লোহার ধ্বংসস্তুপে পরিণত হলে, যে ১০০ জনের তালিকা প্রস্তুত করা হয়, এরা সবাই রয়েছেন সেই তালিকায়I

মৃতের সংখ্যা মাত্র ১জন জানানো হলেও, উদ্ধার কাজ চলার সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা বাড়বে বলে কর্তৃপক্ষের আশংকাI মায়ামি ডেইড'র পুলিশ পরিচালক ফ্রেডি রামিরেজ বলেন, "এটা আমাদের জন্য এক দুঃসময় এবং সামনের সময়টা হবে আরো কঠিন"I কর্মকর্তারা এ পর্যন্ত দুর্ঘটনার কারণ নির্ণয় করতে পারেন নিI

দুর্ঘটনায় ভবনটির ১৩০টি ইউনিট ক্ষতিগ্রস্ত হয়I দুর্ঘটনার পর পরই উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ থেকে ৩৫জনকে উদ্ধার করতে সমর্থ হনI সর্বশেষ খবরে জানা যায়, মৃতের সংখ্যা এখন ৪I তবে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে অনুমানI

XS
SM
MD
LG