গত সপ্তাহে ফ্লোরিডার একটি হাই স্কুলে ১৯ বছরের এক ব্যক্তি ব্যাপক ভাবে গুলি চালানোর আগে, যুক্তরাষ্ট্রের শীর্ষ আইন বলবৎকারী প্রতিষ্ঠান এফবিআই কিছু ইঙ্গিত অগ্রাহ্য করার জন্য, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এফবিআই এর সমালোচনা করেন।
শনিবার সন্ধ্যায় ট্রাম্প টুইট করেন যে “এটা খুবই দু:খজনক যে, ফ্লোরিডা স্কুলে যে গুলি চালায়, এফবিআই তার সব পূর্ব ইঙ্গিত উপেক্ষা করেছে। এটা গ্রহণযোগ্য নয়।” তিনি আরও লেখেন “ ট্রাম্প প্রচার অভিযানের সঙ্গে রাশিয়ার যোগসাজশ প্রমান করার জন্য তারা বেশি সময় ব্যয় করছে। কোন যোগসাজশ নেই। মূল কাজে ফিরে যান। আমাদের সকলকে আবার গর্বিত করুন।”
((https://twitter.com/realDonaldTrump/status/965075589274177536))
শুক্রবার এফবিআই স্বীকার করে যে তারা বন্দুকধারী নিকোলাস ক্রুজ সম্পর্কে যে তথ্য পেয়েছিল তা তারা তদন্ত করে দেখেনি।
গত বুধবার বিকালে ফ্লোরিডায় পার্কল্যান্ডের মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১৭ জন নিহত হয়।