অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্লোরিডায় হাই স্কুল ক্যাম্পাসে গুলি, এ যাবত ১৭জন নিহত


বুধবার ফ্লোরিডার একটি হাই স্কুলে বহিষ্কৃত এক ছাত্রের গুলিতে ১৭জন নিহত হয়েছে I তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা রয়েছে I ব্রওয়ার্ড কাউন্টির শেরিফ এটিকে এক মর্মান্তিক দিন বলে অবিহিত করেছেন I কথিত বন্দুকধারী ছাত্রকে নিকোলাস ক্রূজ বলে শনাক্ত করা হয় I

শেরিফ, স্কট ইস্রায়েল জানান, স্কুলের ভেতরে ১২জন, বাইরে কম্পাউন্ড এ ৩জন এবং হাসপাতালে নেবার পথে ২জন প্রাণ হারান I FBI 'র সহায়তায় জোর তদন্ত শুরু হয়েছে I

XS
SM
MD
LG