রাশিয়ার ক্রেমলিন প্যালেসে বিশ্বকাপ ফুটবল ২০১৮ এর দল বাছাই ড্রয়ের জাকজমকপূর্ন অনুষ্ঠান হয়ে গেল। যেখানে ৮টি গ্রুপে মোট ৩২টি দলের কে কার বিপক্ষে খেলবে তা নির্ধারিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব।
আর বাংলাদেশের দর্শকের কাছে জনপ্রিয় দল আর্জেন্টিনা থাকছে গ্রুপ ডি'তে। এই গ্রুপের অন্য দলগুলো হলো ক্রোয়েশিয়া, আইসল্যান্ড ও নাইজেরিয়া। অপর জনপ্রিয় দল ব্রাজিল থাকছে গ্রুপ ই'তে। বিশ্বকাপ ফুটবলের প্রথম পর্বে ব্রাজিল লড়বে সুইজারল্যান্ড, কোস্টা রিকা ও সার্বিয়ার সঙ্গে।
বিশ্বকাপের আট গ্রুপ:
গ্রুপ এ: রাশিয়া, উরুগুয়ে, মিশর, সৌদি আরবগ্রুপ বি: পর্তুগাল, স্পেন, ইরান, মরক্কো
গ্রুপ সি: ফ্রান্স, পেরু, ডেনমার্ক, অস্ট্রেলিয়া
গ্রুপ ডি: আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, আইসল্যান্ড, নাইজেরিয়া
গ্রুপ ই: ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টা রিকা, সার্বিয়া
গ্রুপ এফ: জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া
গ্রুপ জি: বেলজিয়াম, ইংল্যান্ড, তিউনিসিয়া, পানামা
গ্রুপ এইচ: পোল্যান্ড, কলম্বিয়া, সেনেগাল, জাপান