অ্যাকসেসিবিলিটি লিংক

রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড বেনজেমা যৌন-টেপ ব্ল্যাকমেইল মামলায় দোষী সাব্যস্ত


ছবিতে স্পেনের একটি স্টেডিয়ামে গ্রানাডা ও রিয়াল মাদ্রিদের মধ্যে অনুষ্ঠিত একটি ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ার পর করিম বেনজেমাকে প্রতিক্রিয়া দেখাতে দেখা যাচ্ছে। নভেম্বর ২১, ২০২১।
ছবিতে স্পেনের একটি স্টেডিয়ামে গ্রানাডা ও রিয়াল মাদ্রিদের মধ্যে অনুষ্ঠিত একটি ম্যাচে গোল করতে ব্যর্থ হওয়ার পর করিম বেনজেমাকে প্রতিক্রিয়া দেখাতে দেখা যাচ্ছে। নভেম্বর ২১, ২০২১।

রিয়াল মাদ্রিদ ক্লাবের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমাকে একটি যৌন-টেপ মামলায় বুধবার এক বছরের স্থগিত জেল এবং ৭৫ হাজার ইউরো (৮৪ হাজার ডলার) জরিমানা করা হয়েছে। ঐ ঘটনা ফরাসি ফুটবলকে নাড়া দিয়েছে এবং ঐ স্ট্রাইকার পাঁচ বছরের বেশি সময় ধরে কোন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারছেন না।

বেনজেমাকে ২০১৫ সালে ফ্রান্সের সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার চেষ্টায় জড়িত থাকার জন্য দোষী সাব্যস্ত করা হয় এবং ৭৫ হাজার ইউরো জরিমানা করা হয়। জরিমানা ছাড়াও ভালবুয়েনাকে ৮০ হাজার ইউরো (৮৯ হাজার সাতশো ডলার) ক্ষতিপূরণ দেবার জন্য বেনজেমার প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

বেনজেমার আইনজীবী বলেছেন, তিনি ঐ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

বেনজেমার বিরুদ্ধে একটি যৌন-টেপ দিয়ে ব্ল্যাকমেইল প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছিল। ভালবুয়েনার মোবাইল ফোন থেকে তা চুরি করা হয়েছে বলে মনে করা হয়।

ভার্সাই আদালতের সিদ্ধান্ত বেনজেমার ভবিষ্যৎ খেলোয়াড় জীবনে তাৎক্ষণিকভাবে প্রভাব ফেলার সম্ভাবনা কম।

XS
SM
MD
LG