এবারের বিশ্বকাপে জার্মানীকে হারিয়ে যে আশার আলো জ্বেলেছিল মেক্সিকো, ব্রাজিলের বিরুদ্ধে সোমবারের খেলায় তা ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধে প্রায় সমানে সমানে খেললেও দ্বিতীয়ার্ধে ব্রাজিল দুটি গোল করে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো। মেক্সিকোর গোলরক্ষক বারবার নিশ্চিৎ গোল থেকে দলকে বাঁচালেও শেষ রক্ষা হয়নি। ব্রাজিলের তারকা নেইমার প্রথম গোলটি করেন। মেক্সিকোর স্ট্রাইকাররা প্রতিপক্ষের পেনাল্টি বক্সে বারবার ঢুকে পড়লেও ফিনিশিং টাচ দিতে পারেননি। এর আগের দুটি খেলায় রবিবার স্বাগতিক রাশিয়া এবং ক্রোয়েশিয়া নিজ নিজ খেলায় টাই ব্রেকারে জয়ী হয়।
বিশ্বকাপের এসব খেলার বিস্তারিত বিশ্লেষণ করেছেন বাংলাদেশ জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম, সত্যজিৎ দাশ রূপু এবং সাংবাদিক দিলু খন্দকার। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।